ছোটবেলায় বাচ্চাদের যেই অভ্যাসে গরে তুলবেন বড় হয়ে সেই অভ্যাসেই গড়ে উঠবে। ছোট থেকে সঞ্চয় শিখালে বড় হয়ে সঞ্চয়ী হয়ে হবে। টাকা পয়সা নষ্ট করার মত খারাপ পথে যাবে না। আপনার যতই থাকুক তারপরও বাচ্চাদের কোন কিছু চাওয়া মাত্র দিতে নেই, তাদেরকে অভাব এবং দরকার বোঝানো উচিত। তাহলে জেদ বা খারাপ পথে যাবে না।
এক (১) এর ভিতর দুই:
➡️ “এটিএম বুথবা মানি সেভিং বক্স দেখতে অবিকল এটিএম মেশিনের মত কিন্তু খেলনা হিসেবে চমৎকার। আপনার সন্তান এটি পেয়ে খুব খুশি হবে খেলার ছলে সঞ্চয়ে উৎসাহী হবে।